Friday, December 14, 2012

 বিজয় দিবসের তাৎপর্যপূর্ণ উদযাপন


সেদিন কোথায় যেন পড়লাম, অন্য সবাই জাতীয় দিবস একদিন উদযাপন করে, আর বাঙালী উদযাপন করে পুরো মাস! ফেব্রুয়ারি ভাষার মাস, এপ্রিল নববর্ষের মাস, ডিসেম্বর হল আমাদের বিজয়ের মাস।

বিজয় দিবসে অনলাইন আর অফলাইন দুনিয়া ভরে উঠবে আমাদের পতাকার রঙে! লাল সবুজে আমরা সেজে উঠবে পথঘাট, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো শহীদদের ত্যাগ, নতুন প্রাণশক্তি অনুভব করবো-- কী যে ভালো লাগে! :D

এর সাথে এমন কিছুও যদি যুক্ত হয়, যা আমাদের মাঝে value অ্যাড করবে, যা জীবনকে আরও সুন্দর, আরও তাৎপর্যপূর্ণভাবে দেখতে আমাদের শেখাবে, সত্যিকার কিছু কাজের কাজ করতে উৎসাহ দেবে-- তাহলেই তো ষোল আনা পূর্ণ হয়! আর সেই 'এমন কিছু'র প্ল্যাটফর্মই হল CVTV-- Celebrating Victory Through Volunteerism.

CVTV কিন্তু CA এর নিজস্ব অ্যাকশন নয়-- এটি একটি *উৎসব*, একটি প্ল্যাটফর্ম, যাতে যে কেউ স্বেচ্ছাসেবায় অংশ নিতে পারেন! আপনি নিজেই একটি সেবামূলক ভালো কাজ করতে পারেন, বন্ধুবান্ধব পরিবার প্রতিবেশী একত্রে একটি সেবামূলক কাজ করতে পারেন, CA বা অন্য যেকোন স্বেচ্ছাসেবী গ্রুপের সাথে কাজে অংশ নিতে পারেন, আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগিয়ে আসতে পারেন-- যেভাবে সম্ভব! সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে এর লব্ধি যে ক-ত-দূ-র এগিয়ে যায় তা শুধু কল্পনাই করা যায়! :D

কী সেই ভালো কাজ? নিজের বিবেক থেকেই সেরা উত্তরটি পাবেন। বাসার কাজের মেয়ের পড়াশোনার ব্যবস্থা করা থেকে শুরু করে অনাথ শিশুদের পড়াশোনার উপকরণ কিনে দেয়া, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফান্ডরেইজিং আর শীতবস্ত্র বিতরণে নিজের শ্রম উৎসর্গ -- নিজেই চিন্তা করে দেখুন! CVTVতে আগের বছরগুলোতে বড় কর্পোরেট বডির পাশাপাশি একটি ছোট্ট টি-স্টলও যোগ দিয়েছিল-- শীতবস্ত্র সাময়িকভাবে রাখার স্থান বন্দোবস্ত করে দেয়ার মাধ্যমে! [লাইক আ বস]

২০০৯ থেকে এই CVTV উৎসব চলে আসছে, এবছরও তার ব্যতিক্রম নয়! আমরা সবাই নিজেদের জায়গা থেকে ভালো কাজে এগিয়ে আসি, পাশে দাঁড়ানোর মানুষের অভাব হবে না ইনশাআল্লাহ!!

CVTV'তে অংশগ্রহণকারী গ্রুপ হিসেবে এবছর কমিউনিটিঅ্যাকশন ছোট্ট একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে রাজধানীর কড়াইল বস্তিতে। প্রাক-ইভেন্ট ভিজিট আগামীকাল সকালে! অ্যাকশনিয়াররা সকাল ১০:৩০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে তারপর দল বেঁধে যাবেন স্পটে!

আপনি আসছেন তো? :D


- by Raiyan Abdul Baten.